চলতি বছরের সর্বনিম্ন লেনদেন আজ, মূলধন কমল ৭৬৭৯ কোটি টাকা

পুঁজিবাজারে টানা ৯ কর্মদিবস পতনের পর গত রোববার উত্থানে ফিরেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। সেখান থেকে গতকালের মতো আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ফের পতনে প্রধান এই সূচকটি। এদিন ডিএসইএক্স পতন হয়েছে ১৭ পয়েন্ট। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ মঙ্গলবার বাজারে মূলধন কমেছে সাত হাজার ৬৭৯ কোটি টাকা। এদিন কমেছে লেনদেনের পরিমাণও। কমে লেনদেন ২৯১ কোটি টাকায় নেমে এসেছে। এই লেনদেন চলতি বছরের সবচেয়ে কম হিসেবে গন্য হয়েছে।
ডিএসইতে আজ লেনদেন শুরুর শেয়ার বিক্রির চাপে প্রথম ১৪ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ২১ পয়েন্ট। এদিন বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ বাড়ে। এক পর্যায়ে প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ৩৪ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় আট পয়েন্ট। পরে শেয়ার বিক্রির চাপ বাড়ে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে ১৭ দশমিক ১৭ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় চার হাজার ৯৩৫ দশমিক ৬১ পয়েন্টে। অপরদিক গত ৪ এপ্রিল সূচক ডিএসইএক্স হয়েছিল পাঁচ হাজার ২০৫ পয়েন্টে। পরে টানা ৯ কর্মদিবস এই সূচকের পতন ছিল। এতে সূচকটির পতন হয় ২৩৩ পয়েন্ট। টানা পতন থেকে গত রোববার সূচকটি ঘুরে দাঁড়িয়েছিল। সেখান থেকে গতকালের মতো আজও ফের প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে।
একইসঙ্গে পতনে রয়েছে ডিএসইর সূচক ডিএসইএস ও ডিএস৩০। আজ ডিএসইএস সূচক দুই দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৩ দশমিক ৯৪ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ছয় দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮২৪ দশমিক ২২ পয়েন্টে। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৪৫৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ২৯১ কোটি সাত লাখ টাকার। গত ২৬ ডিসেম্বর লেনদেন হয়েছিল ২৮২ কোটি ১৯ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৬ হাজার ৩৩২ কোটি ১৭ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৬৪ হাজার ১১ কোটি ৭৫ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩৬টির ও কমেছে ২১১টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ১৩ কোটি ৫৪ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১১ কোটি ৬৮ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের আট কোটি ২৮ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের আট কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্রিডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৭১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক ৮২ শতাংশ।