সূচকসহ কমেছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে আজ সোমবারের (৩০ জুন) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে এক দশমিক ৩৮ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। কমেছে লেনদেন পরিমাণ। তবে আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ১৩ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ১৬ পয়েন্ট। বেলা বাড়ার পর পতন গতি কমে আসে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয় এক দশমিক ১৩ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় চার হাজার ৮৩৮ দশমিক ৩৯ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬০ দশমিক ৭৫ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮১৫ দশমিক ৯৬ পয়েন্টে।
আজ সোমবার লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৪৯৪ কোটি ৩৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬২ হাজার ২৭১ কোটি সাত লাখ টাকা। গত রোববার মূলধন ছিল ছয় লাখ ৬১ হাজার ৬৪৩ কোটি ৪৮ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩০টির এবং কমেছে ২০৫টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৫টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমসের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ১৯ কোচি ৯৪ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১৭ কোটি ৭০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৫ কোটি ৬৯ লাখ টাকা এবং সী পার্ল বিচের ১৫ কোটি চার লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে বিআইএফসির শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ৫৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।