বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (১১ আগস্ট)। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে সাত পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণ। আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ বাজারে কমেছে মূলধনের পরিমাণও।
শেয়ার কেনার চাপে আজ ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ৪২ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৪৮ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। পরবর্তীতে বেচার চাপ বাড়ে। এতে সূচকটি পতনে ফেরে। লেনদেন শুরুর প্রথম তিন ঘণ্টা আট মিনিটে ডিএসইএক্স পতন হয় ১০ পয়েন্ট। পরে পতন গতি কিছুটা কমে আসে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয় ছয় দশমিক ৯৮ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৩৪৪ দশমিক শূন্য চার পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬২ দশমিক শূন্য আট পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৭ দশমিক শূন্য দুই পয়েন্টে।
আজ সোমবার লেনদেন হয়েছে ৬১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৭৬০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। সোমবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১১ হাজার ৮৩৭ কোটি ৫৩ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল সাত লাখ ১২ হাজার ৯৪০ কোটি আট লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৪০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২১টির এবং কমেছে ২০১টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৮৩টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ১৭ কোটি ২৮ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৬ কোটি ৭১ লাখ টাকা, সী পার্ল বিচের ১৬ কোটি টাকা, রহিমা ফুডের ১২ কোটি ৬৯ লাখ টাকা, বিচ হ্যাচারির ১১ কোটি ৫২ লাখ টাকা এবং সিটি ব্যাংকের ১০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্সের ইউনিট। কোম্পানিটির দর কমেছে অঅট দশমিক ৮২ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক শূন্য চার শতাংশ।