বিমা খাতের প্রভাবে সূচকের উত্থান, এক বছরে সেরা লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ১২শ কোটি টাকা ছাড়াল আজ রোববার (২৪ আগস্ট)। যা গত ১২ মাস ১০ দিন বা ২৩৩ কার্যদিবস পর সেরা আজকের এই লেনদেন। বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ারের প্রভাবে এদিন ডিএসইর প্রধান সূচকের উত্থান হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে এক হাজার ২৭৫ কোটি টাকা। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
বিমা খাতের শেয়ারের ওপর ভর করে আজ উত্থানে এসেছে ডিএসই। এদিন ৯০ শতাংশ বিমা কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। এদিন ভাল করেছে বস্ত্র খাতের কোম্পানিগুলোও। তবে ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক ও প্রকৌশল এই তিন খাতে এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ৩৪ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৮ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। পরে লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ১৩ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় সাত পয়েন্ট। এরপর লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৪ দশমিক ২০ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৩৮৯ দশমিক ১৭ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১২ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০১ দশমিক ৫৯ পয়েন্টে। তবে ডিএসইএস সূচক শূন্য দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৭৯ দশমিক ৫২ পয়েন্টে।
আজ রোববার লেনদেন হয়েছে এক হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৬৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। এর আগে গত বছরের ১৪ আগস্ট লেনদেন হয়েছিল এক হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকা। আজ রোববার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৯ হাজার ৪৫৩ কোটি ৮০ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার মূলধন ছিল সাত লাখ আট হাজার ১৮১ কোটি ২৫ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮৪টির এবং কমেছে ১৯০টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ৩৪ কোটি ২৭ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩১ কোটি ১৬ লাখ টাকা, বিচ হ্যাচারির ২৮ কোটি ৮৯ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ২৬ কোটি টাকা এবং সী পার্ল বিচের ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৮৩ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।