সিরামিকের সব কোম্পানির দর বেড়েছে

পুঁজিবাজারে সিরামিক খাতের কোম্পানিগুলোর শেয়ার দর রয়েছে জোয়ারে। আজ এই খাতের সব কোম্পানির শেয়ারে দর উত্থান হয়েছে। আজ সোমবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, পুঁজিবাজারে সিরামিক খাতের রয়েছে পাঁচটি প্রতিষ্ঠান। আজ এই পাঁচটির দরই বেড়েছে। এই কোম্পানিগুলো হলো— ফু-ওয়াং সিরামিক, মুন্নু সিরামিক, আরএকে সিরামিকস, শাইনপুকুর সিরামিকস এবং স্ট্যান্ডার্ড সিরামিক।
এদিন স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারপ্রতি দর বেড়েছে এক টাকা ৪০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে ১৪ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষে এদিন দর দাঁড়িয়েছে ৮৬ টাকা ৮০ পয়সা, যা আগের কর্মদিবস রোববার ছিল ৮৫ টাকা ৪০ পয়সা। এদিন মুন্নু সিরামিকের শেয়ারপ্রতি দর বেড়েছে এক টাকা। কোম্পানিটির লেনদেন হয়েছে সাত কোটি ৮১ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষে এদিন দর দাঁড়িয়েছে ৯১ টাকা ৪০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ৯০ টাকা ৪০ পয়সা। এদিন ফু-ওয়াং সিরামিকের শেয়ারপ্রতি দর বেড়েছে ৫০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে দুই কোটি ৯৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষে এদিন দর দাঁড়িয়েছে ১৩ টাকা ৩০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ১২ টাকা ৮০ পয়সা। এদিন আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি দর বেড়েছে ৪০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে ৫৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষে এদিন দর দাঁড়িয়েছে ২২ টাকা, যা আগের কর্মদিবসে ছিল ২১ টাকা ৬০ পয়সা। এদিন শাইনপুকুর সিরামিকসের শেয়ারপ্রতি দর বেড়েছে ১০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে দুই কোটি দুই লাখ ৫৫ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষে এদিন দর দাঁড়িয়েছে ১৯ টাকা ৩০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ১৯ টাকা ২০ পয়সা।