দ্বিতীয় প্রান্তিকে ইসলামী ব্যাংকের মুনাফা কমেছে ৮৭ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ব্যাংলাদেশের চলতি বছরের (২০২৫ সাল) দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মুনাফা কমেছে ৮৭ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৪ পয়সা। আগের বছরের (২০২৪ সাল) একই সময়ে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি মুনাফা ছিল এক টাকা ৯১ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা কমেছে এক টাকা ৬৭ পয়সা বা ৮৭ দশমিক ৪৩ শতাংশ। আবার চলতি বছরের প্রথম ও দ্বিতীয় এই দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪২ পয়সা। আগের বছরের (২০২৪ সাল) একই সময়ে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি মুনাফা ছিল দুই টাকা ২২ পয়সা। আলোচিত এই দুই প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৭ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ৫৪ টাকা ৭৯ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৪ টাকা ৩৯ পয়সা।
অপরদিক গত সমাপ্ত বছরে (২০২৪ সাল, জানুয়ারি-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ৬৮ পয়সা। আগের সমাপ্ত বছরে (২০২৩ সাল, জানুয়ারি-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল তিন টাকা ৯৫ পয়সা। গত সমাপ্ত হিসাব বছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছিল ৫৭ টাকা ৯০ পয়সা। আগের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ ১০ টাকা ৬৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছিল ৪৪ টাকা ৩৬ পয়সা। আগের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৪৫ টাকা ২৪ পয়সা। লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার তারিখ এখন জানানো হয়নি। বিনিয়োগকারী নির্বাচনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর। অবশ্য ব্যাংকটি আগের সমাপ্ত হিসাব বছরে (২০২৩ সাল, জানুয়ারি-ডিসেম্বর) শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ইসলামী ব্যাংক ব্যাংলাদেশ। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির অনুমোদিত মূলধন দুই হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন এক হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৯টি। রিজার্ভে রয়েছে পাঁচ হাজার ৬৭৪ কোটি সাত লাখ টাকা। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে শূন্য দশমিক ১৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৭৪ দশমিক ৯৮ শতাংশ, বিদেশিদের হাতে ১৭ দশমিক ৮৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ছয় দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে। আজকের (সোমবার) দিনশেষে কোম্পানির শেয়ার প্রতি দর দাঁড়ায় ৪২ টাকা ৫০ পয়সা।