গ্যাস সংকটে হামিদ ফেব্রিক্সের কারখানা বন্ধ

হামিদ ফেব্রিক্সের লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান হামিদ ফেব্রিক্সের কারখানা গ্যাস সংকটে পড়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
তথ্যমতে, গত দুই বছর ধরে তাদের কারখানার গ্যাস লাইনে প্রত্যাশিত চাপ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছিল। অবশ্য গ্যাসের বিকল্প হিসেবে সিএনজি ও এলএনজি ব্যবহারের মাধ্যমে উৎপাদন সচল রাখার চেষ্টা করেছিল। কিন্তু গ্যাস সংকট তীব্র হওয়ায়, কোম্পানির কারখানায় উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব না। ফলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২ ও ১৬ ধারা এবং শ্রম বিধিমালা ২০১৫ এর ২৫ ও ২৬ বিধি অনুযায়ী গত ২২ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়।