মিরাকল ইন্ডাস্ট্রিজ থেকে ব্যাগ কিনবে বিসিআইসি

মিরাকল ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মিরাকল ইন্ডাস্ট্রিজ থেকে ব্যাগ কিনবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। এ বিষয়ে অনুমোদন দিয়েছে শিল্প মন্ত্রণালয়। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মিরাকল ইন্ডাস্ট্রিজের চলতি বছরের ৯ জুলাইয়ের চিঠির আলোকে বিসিআইসি জানায়, ডিপিএমের মাধ্যমে বিসিআইসির মোট চাহিদার ৫০ শতাংশ ব্যাগ মিরাকল ইন্ডাস্ট্রিজ থেকে কেনার অনুমোদন দিয়েছে শিল্প মন্ত্রণালয়। মিরাকল ইন্ডাস্ট্রিজ নির্দিষ্ট সময়ে ব্যাগ সরবরাহে ব্যর্থ হলে বিসিআইসি বিকল্প উৎস থেকে ব্যাগ কিনতে পারবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।