উত্তেজনাপূর্ণ ম্যাচে আবাহনীকে হারাল রূপগঞ্জ

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে উত্তেজনাপূর্ণ ম্যাচে আবাহনী লিমিটেডকে হারিয়ে দিল লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ বৃহস্পতিবার বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে ১৪ রানে জিতেছে রূপগঞ্জ।
ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে নাঈম ইসলামের চমৎকার সেঞ্চুরির ওপর ভর করে ২৯৭ রান করে রূপগঞ্জ। জবাবে আবাহনীর ইনিংস থামে ২৮৩ রানে।
নাঈম ১২৪ রানের ঝলমলে ইনিংস খেলেন। ১০৯ বলের ইনিংসটি সাজান চারটি ছক্কা ও ১৪টি চারে।
অবশ্য প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রূপগঞ্জের। দ্বিতীয় ওভারেই আব্বাস মুসা আলভীকে হারায় তারা। ২৬ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। ভারতের চিরাগ জানি ও নাঈম ৮৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথ দেখান। চিরাগ ৪৯, সাব্বির ৩০ ও মাশরাফী ১৭ রান করেন।
জয়ের লক্ষ্যে ভালো শুরু করে আবাহনী। মুনিম শাহরিয়ার ১৯ বলে ২৬ রান করেন। ভারতীয় ব্যাটসম্যান হনুমা বিহারিকে ২৭ বলে ১৮ রান এবং মোহাম্মদ নাঈম শেখ ৪৩ বলে ৩৫ রান করেন।
পরে তৌহিদ হৃদয় ৭৪, মোসাদ্দেক হোসেন সৈকত ৬৬ ও মোহাম্মদ সাইফউদ্দিন ৪৩ রানের একটি ঝলমলে ইনিংস খেলেও আবাহনীর হার এড়াতে পারেননি।
রূপগঞ্জের জয়ে বল হাতে দারুণ অবদান রাখেন মাশরাফী বিন মোর্ত্তজা। তিন উইকেট নেন তিনি। এছাড়া নাবিল, শফিউল, নাঈম, সঞ্জিত ও চিরাগ একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৯৭/৬ (তানজিদ ১৫, আলভী ৫, চিরাগ ৪৯, নাঈম ১২৪, রকিবুল ২২, সাব্বির ৩০, তানবীর ২৩*, মাশরাফী ১৭*; সাইফউদ্দিন ১০-০-৫১-১, মোসাদ্দেক ১০-০-৫৮-২, সানি ৮-১-৫০-১, তানভীর ১০-০-৫১-১)।
আবাহনী লিমিটেড: ৫০ ওভারে ২৮৩/৮ (মুনিম ২৬, নাঈম ৩৫, বিহারি ১৮, হৃদয় ৭৪, মোসাদ্দেক ৬৬, সাইফ ৪৩*, কামরুল ৬; মাশরাফী ৯-০-৬৩-৩, নাবিল ১০-০-৪৮-১, শফিউল ৮-০-৫১-১, নাঈম ৬-০-৩৩-১, সঞ্জিত ৮-০-৪১-১, চিরাগ ৯-০-৪২-১)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ১৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম।