কঠিন সময় কাটিয়ে ফিরতে চান বাভুমা

দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের অধিনায়ক টেম্বা বাভুমা কনুইয়ের চোটের কারণে গত তিন মাস মাঠের বাইরে ছিলেন। তিনি আবার দক্ষিণ আফ্রিকার ভারত সফরের দলে ফিরেছেন।
এ ব্যাপারে টেম্বা বাভুমা বলেন, ‘গত কয়েক মাস সবচেয়ে কঠিন সময় ছিল। আমার জন্য তা ছিল হতাশাজনক। আমি আবার দলে সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত ও ধন্য।’
দক্ষিণ আফ্রিকা ২০২১ সালের আগস্ট থেকে ১৮টি ম্যাচ খেলেছে তার মধ্যে ১৪টি জিতেছে। তারা সেরা ফর্মে থেকে বিশ্বকাপে যাচ্ছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তাদের প্রধান কোচ মার্ক বাউচারকে হারাতে হবে।
এ ব্যাপারে তিনি বলেন, ‘ভবিষ্যতের কথা বলা কঠিন। আমরা এই মুহূর্তে ফোকাস করছি ভারত সফর নিয়ে। বিশ্বকাপে আমরা একটি ইউনিট হিসাবে খেলতে চাই। বিশ্বকাপের পর যা হবে তা নিয়ে কথা বলা কঠিন।’
ভারত সফর ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর হবে। প্রথমে টি-টোয়েন্টি, পরে ৬ থেকে ১১ অক্টোবর পর্যন্ত তিনটি ওয়ানডে হবে।
এদিকে আগামী বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ শুরু হবে। এই টুর্নামেন্টে দল পাননি দক্ষিণ আফ্রিকার বাভুমা। পারফরম্যান্স আর কার্যকারিতা বিবেচনা করে বড় সব তারকার নাম উঠলেও কোনো দলে জায়গা হয়নি প্রোটিয়া অধিনায়কের।