ডিপিএলে টানা দুই সেঞ্চুরি তামিমের

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুটা হার দিয়ে করেছিল তামিমের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচ হারলেও পরের তিন ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে দলটি। টানা দুই সেঞ্চুরি করেছেন অধিনায়ক তামিম ইকবাল। তামিমের সেঞ্চুরিতে ভর করে সহজ জয় তুলে নিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
আজ বুধবার (১২ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেন মোহামেডান অধিনায়ক তামিম। মোহামেডানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮.৪ ওভারে ১৮৭ রানে গুটিয়ে যায় ব্রাদার্স। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ইমতিয়াজ হোসেন। আইচ মোল্লা ৩২ ও রবিন ১৮ রানে ফেরেন। বল হাতে মোহামেডানের হয়ে তাইজুল ইসলাম নেন সর্বোচ্চ ৪ উইকেট। আবু হায়দার রনি, মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ নিয়েছেন ৩, ২ ও ১ উইকেট।
১৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানের মাথায় ফেরেন অভিজ্ঞ মেহেদী মিরাজ। এই ডানহাতি ব্যাটারকে ফেরান পেসার আল আমিন। ৬ বলে মিরাজ করেন মাত্র ২ রান। এরপর দ্বিতীয় উইকেটে তামিম ও মাহিদুল ইসলাম অঙ্কন মিলে অবিচ্ছিন্ন ১৯০ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন তামিম। ১০৫ রান করে অপরাজিত ছিলেন তামিম। ৭৫ রান আসে অঙ্কনের ব্যাট থেকে। ডিপিএলে এদিন বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। অন্যদিকে মিরপুরেও একই ব্যবধানে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে আবাহনী লিমিটেড।