কাল আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ যুব দল

বাংলাদেশ যুব ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আগামীকাল রোববার আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম চার ম্যাচ শেষে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম তিন ম্যাচই জিতে নেয় বাংলাদেশ যুব দল। প্রথম ম্যাচ ১৬ রানে, দ্বিতীয়টিতে তিন উইকেটে এবং তৃতীয় ম্যাচে ১২১ রানে জিতেছিল লাল-সবুজের দল। তাই দুই ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
চতুর্থ ম্যাচে জয় পায় আফগানিস্তান। সে ম্যাচে ১৯ রানে জিতে ছিল তারা। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২১০ রান করে আফগানিস্তান। জবাবে ১৯১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
ওয়ানডে সিরিজ শেষে দুদল ২২ সেপ্টেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি চারদিনের ম্যাচ খেলবে।