কোহলিদের হারিয়ে দিল্লির মধুর প্রতিশোধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/05/06/ipl_6.jpg)
১০ ম্যাচের ছয়টিতে হেরে আগেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। হারানোর তেমন কিছুই নেই দলটির। তবে আছে কিছু প্রাপ্তির সুযোগ। আর সেটাই লুফে নিল রিকি পন্টিংয়ের দল। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সাত উইকেটে হারিয়ে নিল মধুর প্রতিশোধ।
শনিবার (৬ মে) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ৪ উইকেট হারিয়ে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আরসিবি। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় দিল্লি। এদিন আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলি। এই দুই ব্যাটারের ব্যাটে পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে স্কোরবোর্ডে ৫১ রান তুলে ফেলে আরসিবি। প্রথম ১০ ওভারে স্কোরবোর্ডে ৮০ রান তুলে বড় সংগ্রহের ভিত গড়েন তারা। যদিও দলীয় ৮২ রানের মাথায় ডু প্লেসির বিদায়ে প্রথম উইকেট হারায় আরসিবি। ৩২ বলে ৪৫ রান করে আউট হন ডু প্লেসি। তার বিদায়ের পর ক্রিজে এসে থিতু হতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। ফিরে যান গোল্ডেন ডাক মেরে।
দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে আরসিবি। তবে সেই চাপ বেশ ভালোমতো সামাল দেন কোহলি ও মহিপাল লোমরর। মাঝে ফিফটি তুলে নেন কোহলি। এরপর দলীয় ১৩৭ রানের মাথায় বিদায় নেন কোহলি। ৪৬ বলে ৫৫ রান করে সাজঘরে ফেরেন এই ডানহাতি ক্রিকেটার। তার বিদায়ে আরসিবির দুইশ পেরোনোর স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যায়। শেষদিকে লোমরর ও দিনেশ কার্তিকের ব্যাটে ভর করে স্কোরবোর্ডে ১৮১ রানের সংগ্রহ দাঁড় করায় বেঙ্গালুরু। দিল্লির হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন মিচেল মার্শ।
১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর মতো দিল্লিও ভালো শুরু করে। দুই ওপেনার ফিল সল্ট ও ডেভিড ওয়ার্নার মিলে স্কোরবোর্ডে ৬০ রান তুলে ফেলেন। দলীয় ৬০ রানে ওয়ার্নারের বিদায়ে প্রথম উইকেট হারায় দিল্লি। ১৪ বলে ২২ রান করে ফেরেন ওয়ার্নার।
তার বিদায়ের পর মিচেল মার্শকে নিয়ে ফের বড় জুটি গড়েন সল্ট। এই জুটিতে আসে ৫৯ রান। দলীয় ১১৯ রানের মাথায় মার্শের বিদায়ে ভাঙে এই জুটি। ১৭ বলে ২৬ রান করে ফেরেন মার্শ। তার বিদায়ের পর রাইলি রুশোকে নিয়ে দলকে জেতানোর কাজটা করতে থাকে সল্ট। মাঝে অবশ্য তুলে নেন ফিফটিও। আর এই দুই ব্যাটারের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের কাজটা সহজ হয়ে যায় দিল্লির।দলীয় ১৭১ রানের মাথায় ৪৫ বলে ৮৭ রানের ইনিংস খেলে আউট হন ওপেনিংয়ে নামা সল্ট। তার বিদায়ের পর বাকি ব্যাটারদের দৃঢ়তায় জয় পেতে কষ্ট হয়নি দিল্লির। ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দিল্লি।
শেষবার যখন এই দুই দল মুখোমুখি হয় সেখানে শেষহাসি হেসেছিল কোহলির বেঙ্গালুরু। তাই ঘরের মাঠে প্রতিশোধটা ঠিকই নিয়ে নিল ডেভিড ওয়ার্নারের দল।