গ্যালারিতে প্রেমিকাকে ক্রিকেটারের বিয়ের প্রস্তাব!

হংকং ক্রিকেটার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন। ছবি-সংগৃহীত
খেলার মাঠে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। চলমান এশিয়া কাপেও ঘটে গেছে এমন ঘটনা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারিতে হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন হংকং ক্রিকেটার কিঞ্চিত শাহ।
গতকাল বুধবার রাতে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় ভারত-হংকং। ম্যাচটিতে ৪০ রানে ভারতের কাছে হারলেও দারুণ লড়াই জমিয়ে তোলে হংকং।
ম্যাচ শেষে সোজা গ্যালারিতে চলে যান হংকংয়ের ক্রিকেটার কিঞ্চিৎ শাহ। সেখানে গিয়ে সোজা প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বসেন। এরপর রিং বের করে প্রেমিকা বিয়ের প্রস্তাব দেন।
অবাক হয়ে যান কিঞ্চিত শাহের প্রেমিকা। মুখে হাসি নিয়ে প্রেমিকের প্রস্তাবে সাড়া দেন তিনি। বলে দেন, ‘হ্যাঁ অবশ্যই’।
হংকং ক্রিকেটারের বিয়ের প্রস্তাব দেওয়ার ওই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভাসছেন নতুন জুটি।