জিম্বাবুয়ে সিরিজে থাকছেন না, সিপিএলে খেলবেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছুটি নিয়েছেন, জিম্বাবুয়ে সফরেও থাকছেন না সাকিব আল হাসান। এই সময়ে বিশ্বসেরা অলরাউন্ডার খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে।
আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন সাকিব। সরাসরি চুক্তিতে তাঁকে দলে ভিড়িয়েছে অ্যামাজন। এরই মধ্যে সিপিএলে খেলার জন্য সাকিবকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি।
এশিয়া কাপের পর টাইগার অলরাউন্ডার যোগ দেবেন সিপিএলে। অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টটি হতে পারে সাকিবের প্রস্তুতির দারুণ মঞ্চ। এর আগেও দুটি দলের হয়ে সিপিএলে খেলেছিলেন সাকিব। ২০১৬ ও ২০১৭ সালে ছিলেন জ্যামাইকা তালওয়াসে। ২০১৮ তে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেন সাকিব। ২০১৯ সালে দলটির হয়ে শিরোপাও জেতেন টাইগার ক্রিকেটার।
বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। সিরিজে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। পরে ওয়ানডে সিরিজে ছুটি নিয়েছেন।
সিরিজের প্রথম দুই টেস্টে সাকিবের নেতৃত্বে খেলে বাংলাদেশ দল বাজেভাবে হারে। টি-টোয়েন্টিতেও একই দশা হয়। একটি ম্যাচেও সাফল্য পায়নি।
বিসিবির খসড়া সূচী অনুযায়ী বাংলাদেশ দলের ২২ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা।
ওডিআই সিরিজ শুরুর আগে ২৫ জুলাই অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ওয়ানডে ম্যাচ হবে ২৮ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৩০ জুলাই এবং ১ আগস্ট।
তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬ এবং ৮ আগস্ট। হারারেতে হবে ম্যাচগুলো।