জেসুসের চার গোল, উড়ছে ম্যানচেস্টার সিটি
নিজেদের মাঠে চমক দেখালেন গ্যাব্রিয়েল জেসুস। হ্যাটট্রিকসহ একাই করলে চার গোল। সঙ্গে জালের দেখা পেয়েছেন রদ্রি। জেসুস-রদ্রির দিনে ওয়াটফোর্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছেন ম্যানচেস্টার সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে গতকাল শনিবার ওয়াটফোর্ডের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে ম্যানসিটি। ওয়াটফোর্ডের হয়ে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন হাসান কামারা। ম্যানসিটির জয়ের নায়ক জেসুসের প্রিমিয়ার লিগে এটাই প্রথম হ্যাটট্রিক।
এই জয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান বাড়াল ম্যানসিটি। শিরোপার জন্য লড়াই করা দুদলের ব্যবধান এখন চার পয়েন্ট। ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ম্যানসিটি। আর ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এক ম্যাচ কম খেলা ইয়ুর্গেন ক্লপের দল।
এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে লিড এনে দেন জেসুস। ২৩ মিনিটেই করেন ব্যবধান দ্বিগুণ। মাঝে ২৮তম মিনিটে হাসানের গোলে ব্যবধান কমায় ওয়াটফোর্ড। কিন্তু তাতে লাভ হয়নি। পরে আরো দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন ব্রাজিল তারকা।
ম্যানসিটির হয়ে তৃতীয় গোলটি করেন রদ্রি। সেটি আসে ৩৪তম মিনিটে। তার কিছুক্ষণ পরই ৪৯ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন জেসুস। শেষ দিকে স্কোরলাইন ৫-১ করে দলের বড় জয় নিশ্চিত করেন ম্যানসিটি তারকা।