দিল্লির দূষণের মাঝেই হবে বাংলাদেশ-ভারত ম্যাচ

ভারতের রাজধানী দিল্লির বাতাসে দূষণের মাত্রা ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। শহরটিতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলও। অথচ দিল্লিতে বায়ুদূষণ নিয়ে আতঙ্ক বেড়ে গেলেও ভারত-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ রাজধানী থেকে সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী এই দূষণের মধ্যেই অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি।
আগামী রোববার দিল্লিতে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে। পরিবেশবিদরা এই ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি করেছিল। কিন্তু এত অল্প সময়ে তা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বিসিসিআই সভাপতি গাঙ্গুলি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবর অনুযায়ী, এই মুহূর্তে ‘দাদাগিরি’র শুটিংয়ে ব্যস্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে শুটিংয়ের মধ্যে থেকেই সব খোঁজখবর নিচ্ছেন তিনি। অনুশীলন চলাকালে বাংলাদেশের কয়েকজনের মুখে মাস্ক দেখা গেলেও স্বাগতিক দলের খেলোয়াড়রা বিষয়টি কোনো সমস্যা তৈরি করছে বলে মনে করছেন না। ক্রিকেটারদের কাছ থেকে ইতিবাচক বক্তব্য শুনে ম্যাচ দিল্লিতেই রাখার সিদ্ধান্ত নেন নতুন সভাপতি। এ নিয়ে সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে বোর্ডের নতুন পদাধিকারীরা আলোচনা করেছেন বলেও জানায় ভারতীয় গণমাধ্যম।
দিল্লির অবস্থা প্রসঙ্গে গতকাল শুক্রবার বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘দিল্লির পরিস্থিতি আদর্শ নয় নিশ্চয়ই। তবে বায়ুদূষণের জন্য কেউ মারাও যাচ্ছে না। আমরা জানি এর আগেও শ্রীলঙ্কা দল সমস্যায় পড়েছিল। আমাদের জন্য এটা কোনো বড় ধাক্কা নয়। খেলোয়াড়রা তাদের খেলা নিয়ে ভাবছে। এ বিষয়ে কোনো সমস্যার কথা জানায়নি তারা। এটা মাত্র তিন ঘণ্টার খেলা, তাই কিছুটা সহজ হবে। অবশ্য এই সমস্যা দুই দলের জন্যই সমান। বিষয়টি নিয়ে অভিযোগ জানানোর কিছু নেই, খেলা নিয়েই ভাবতে হবে।’
এ বিষয়ে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘দিল্লির পরিস্থিতি খেলার জন্য ভয়াবহ কিছু নয়। এটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই।’