দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ

প্রথম ম্যাচে ভারত লেজেন্ডসের কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ লেজেন্ডস। দ্বিতীয় ম্যাচেও ঠিক একই দশা। ইংল্যান্ড লেজেন্ডসের বোলারদের সামনে মোটেও পেরে ওঠেনি তারা। সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে লাল-সবুজের দল।
ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১১৩ রান করে। জবাবে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে ইংল্যান্ড। ম্যাচে ইংল্যান্ড লেজেন্ডস জিতেছে সাত উইকেটে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি। অলরাউন্ডার মুশফিকুর রহমান সর্বোচ্চ ৩০ রান করেন।
আগের ম্যাচে দুর্দান্ত খেলা নাজিমউদ্দিন এবারও ওপেনিংয়ে নেমে ভালো শুরু করেছিলেন। কিন্তু ১৪ বলে ১২ রান করার পর রায়ান সাইডবটমের বলে বোল্ড হন তিনি।
জাভেদ ওমর একবারেই ব্যর্থ। ৫ রান করেন তিনি। হান্নান সরকার ৯ বলে ১১ রান করেন। নাফিস ইকবাল (৮) ও রাজিন সালেহ (৫) খুব একটা সুবিধা করতে পারেননি।
জবাবে ইংল্যান্ড লেজেন্ডসের অধিনায়ক কেভিন পিটারসেন দর্দান্ত একটি ইনিংস খেলে দলকে জয় এনে দেন। তিনি ১৭ বলে ৪২ রান করেন। তাই ইংল্যান্ড সহজেই জয় তুলে নেয়। মোহাম্মদ রফিক ৩১ রানে দুই উইকেট নেন।