ফার্নান্দোর পরিবর্তে শ্রীলঙ্কা দলে রাজিথা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/05/17/srlilanka.jpg)
বিশ্ব ফার্নান্দো হেলমেটে আঘাত পান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার চলমান চট্টগ্রাম টেস্টে কনকশন সাব হিসেবে বিশ্ব ফার্নান্দোর স্থলাভিষিক্ত হয়েছেন মিডিয়াম পেসার কাসুন রাজিথা।
শ্রীলঙ্কা দলের একজন কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘রাজিথা ফার্নান্দোর স্থলাভিষিক্ত হয়েছেন। কারণ তাকে এমআরআই করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
ম্যাচের দ্বিতীয় দিনে ফার্নান্দো চা বিরতির কিছুক্ষণ আগে শরিফুল ইসলামের ডেলিভারিতে হেলমেটে আঘাত পান। অসুস্থ বোধ করায় ড্রেসিংরুমে ফিরে যান। তিনি গতকাল সন্ধ্যায় চার ওভার এবং আজ (১৭ মে) সকালে আরও চার ওভার বল করেছিলেন।
রাজিথা শ্রীলঙ্কার হয়ে নয়টি টেস্ট খেলেছেন এবং শেষবার সেঞ্চুরিয়নে ২০২০ সালে বক্সিংডে টেস্টে অংশ নেন।