ফিফা বর্ষসেরা সেরিনা উইগমেন ও এলেক্সিয়া পুটেলাস
ইংল্যান্ড নারী দলের ম্যানেজার সেরিনা উইগমেন ফিফার বর্ষসেরা কোচ এবং স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার এলেক্সিয়া পুটেলাস বর্ষসেরা নারী খেলোয়ার নির্বাচিত হয়েছেন। খবর বিবিসির।
গত বছর ইংল্যান্ড কোচ সেরিনা উইগমেনের অধীনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ জয় করে। এটি ইংল্যান্ড দলের প্রথম ট্রফি।
অন্যদিকে, পুটেলাস গত মৌসুমে ৩৪ গোল করেছেন। দ্বিতীয় বছরের শুরুতে তিনি সেরা খেলোয়ার নির্বাচিত হলেন।
২৯ বছর বয়সি পুটেলাস গত বছর হাঁটুতে আঘাত পাওয়ার কারণে ইউরো খেলতে পারেনি। তিনি ইংলিশ ফরওয়ার্ড বেথ মিড ও মার্কিন ফরওয়ার্ড এলেক্স মর্গানকে পেছনে ফেলে এ পুরুষ্কার জয় করেন।
সেরিনার হাত ধরে ২০১৭ সালে ইউরো ট্রফি এসেছে। তিনি তৃতীয়বার বর্ষসেরা নারী কোচ নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৭ ও ২০২০ সালে তিনি এই পুরুষ্কার পান।
সেরিনা বলেন, ‘যখন থেকে আমি হাটতে শিখেছি তখন থেকে ফুটবলকে ভালোবাসি। এটি অবিশ্বাস্য যে আমি এখানে ট্রফি উদযাপন করছি।’
২০২২ সালে ইংল্যান্ড ইউরোতে ছয় ম্যাচে ২২ গোল করে ইউরো চ্যাম্পিয়ন হয় এবং ফাইনালে অতিরিক্ত সময়ে জার্মানিকে ২-১ পরাজিত করে।
পুটেলাস বলেন, ‘আমি এই ট্রফিটি ধরতে পেরে খুবই সম্মানিত বোধ করছি। আমার প্রিয়জনদের ধন্যবাদ জানাই যারা আমাকে রান্নাঘর থেকে তুলে এনেছিল।’
ফিফা বর্ষসেরার পুরুষ্কার প্রতি বছর ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আয়োজন করে থাকে। ফুটবলের পরিচালানা পর্ষদ, কোচ, অধিনায়ক, সাংবাদিক ও ফুটবল ভক্তদের নিয়ে ভোটের মাধ্যমে বর্ষসেরা নির্ধারণ করা হয়।