বিসিবির নির্বাচনে চলছে নানা সমীকরণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে চলছে নানা সমীকরণ। কাউন্সিলাররা মেলাচ্ছেন তাদের হিসেব-নিকেশ। কে থাকছেন, কে বের হচ্ছেন— এর হিসেব মেলাতেই এখন ব্যস্ত সবাই। তবে পুরনোরা চাইছেন থাকতে, আর নতুনেরা আসতে চান ভালো কিছু করতে।
বিসিবির আসন্ন নির্বাচনে কারা হচ্ছেন আগামীর বোর্ড পরিচালক তা ঠিক হবে আগমী রোরবার রাতে। বিভিন্ন ক্যাটাগরিতে ভোটের হিসেব নিয়ে এখন সবাই ব্যস্ত। পুরনোদের মধ্যে কারা থাকছেন, আর কারা নতুন আসছেন–এ নিয়ে চলছে নানা হিসেব-নিকেশ। পুরনোদের একজন শওকত আজিজ রাসেলের বোর্ডে থাকা নিয়ে আছে সংশয়।
বিসিবির আসন্ন নির্বাচনে নতুনদের আগমনী বার্তা শোনা যাচ্ছে। সেই তালিকায় যোগ হয়েছে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর ঘনিষ্ট একজন ইফতেখার রহমান মিঠু। পুরনো এই সংগঠকে বিসিবিতে আনতে খোদ সৌরভের সুপারিশ রয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
ঢাকা বিভাগের দুই পদের জন্য প্রার্থী সংখ্যা চার। বিসিবির নির্বাচনে সাবেক হেভিওয়েট দুই প্রার্থীর সঙ্গে লড়বেন নারায়নগঞ্জের সংগঠক তানভীর আহমেদ টিটু।