তাসকিনের ঘটনায় নড়েচড়ে বসেছে বিসিবি

মাঠের পারফরম্যান্স দিয়েই আলোচনায় থাকেন পেসার তাসকিন আহমেদ। মাঠের বাইরের আলোচনায় খুব একটা দেখা যায় না তাকে। তবে, গতকাল হঠাৎ করেই দেশের ক্রিকেট পাড়ার ‘টক অব দ্যা টপিকে’ পরিণত হন তাসকিন। ছোটবেলার বন্ধুকে মারধরের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয় এই টাইগার পেসারের বিরুদ্ধে।
তাসকিন অবশ্য পরে এই ঘটনা অস্বীকার করেছে। এনটিভি অনলাইকে মুঠোফোনে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। ঘটনাটি আমার অন্য বন্ধুদের সঙ্গে ঘটেছে। এটা পুরোটা ভুল বোঝাবুঝি। সৌরভ (যিনি অভিযোগ করেছিলেন) আমার সঙ্গে আজ কথা বলেছে। বিষয়টির জন্য অনুতপ্ত। অভিযোগও তুলে নিয়েছে।’
তাসকিনের এই ঘটনার পরে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের নিয়ে আচরণবিধি সংক্রান্ত কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে দেওয়া বক্তব্যে এই কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
মিঠু বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আমরা আগস্টে ছোট একটি ওয়ার্কশপ করার পরিকল্পনা করছি। সেখানে আমরা তাদের মনে করিয়ে দিতে চাই, তারা কী করতে পারবে আর কী পারবে না। ক্রিকেটাররা বহু তরুণের আদর্শ। ভক্তদের প্রতি তাদেরও কিছু দায়িত্ব আছে।’
তাসকিনের ঘটনা নিয়ে ক্রিকবাজকে মিঠু জানিয়েছেন, এখনই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিবে না বিসিবি। তিনি বলেন, ‘আগে দেখি তাসকিনকে নিয়ে অভিযোগ সত্যি কি না। যেহেতু আইনি অভিযোগ হয়েছে এবং তা নিয়ে তদন্তও চলছে। ফলে এটি এখন ক্রিকেট বোর্ডের বাইরের বিষয়।’
অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বিসিবির এই পরিচালক বলেন, ‘যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাসকিন বলেছেন, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। একটি জিডি হয়েছে, এখন পুলিশ তদন্ত করবে। তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে।’
মারধরের অভিযোগ এনে তাসকিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তার বন্ধু সৌরভ। পরে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এনটিভি অনলাইকে জানান, এটি সম্পূর্ণ মিথ্যা।
তাসকিন বলেছিলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। ঘটনাটি আমার অন্য বন্ধুদের সঙ্গে ঘটেছে। মূলত রাতে ওরা আমাকে একটি বিষয়ে জানায়। তখন আমি মোহাম্মদপুর থানার ওসির সঙ্গে যোগাযোগ করি। তিনি তখন বন্ধুদের খুঁজতে বের হন। ওরা ভয় পেয়ে যায়। ভয় থেকে অভিযোগ (মিরপুর মডেল থানায়) জানায়। এটা পুরোটা ভুল বোঝাবুঝি। সৌরভ (যিনি অভিযোগ করেছিলেন) আমার সঙ্গে আজ কথা বলেছে। বিষয়টির জন্য অনুতপ্ত। অভিযোগও তুলে নিয়েছে সে।’