বিসিবির শোক দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় আজ রোববার জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এতিমখানা ও মাদ্রাসায় খাদ্য বিতরণ করে বিসিবি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপির উপস্থিতিতে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে দুস্থ ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিসিবি কার্যালয়ে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং বিশেষ দোয়া করা হয়।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বঙ্গবন্ধু দেশ ও আমাদের খেলাধুলার জন্য যা করেছেন, তা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘দেশের উন্নয়ন ও খেলাধুলা বন্ধ করতে কিছু মানুষ ৪৬ বছর আগে এই দিনে তাঁকে হত্যা করেছিল। এই জঘন্য ঘটনার কারণে আমরা একটি জাতি হিসেবে পথ হারিয়েছিলাম। বঙ্গবন্ধুর কন্যা আবার আমাদের পথে ফিরিয়ে এনেছেন। যে উন্নয়ন কাজ বন্ধ ছিল তা শুরু করেছেন।’