বিয়ের পিঁড়িতে বুমরাহ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/03/15/jasprit_bumrah.jpg)
নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। টিভি উপস্থাপিকা সঞ্জনা গণেশনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। গোয়ায় ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে সারলেন তাঁরা। বুমরাহ ও সঞ্জনা দুজনেই ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে নিজেদের বিয়ের খবর নিশ্চিত করেছেন।
ছবি শেয়ার করে বুমরাহ লিখেছেন, 'প্রেমের জোয়ারে ভেসে আমরা নতুন পথে যাত্রা শুরু করেছি। আজ আমাদের জীবনের সবচেয়ে সুখের দিন। আমাদের বিয়ের খবর ও আমাদের উচ্ছ্বাসের কথা শেয়ার করতে পেরে আমরা অভিভূত।’ ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সঞ্জনা ক্যাপশনে একই কথা লিখেছেন।
বিয়ের অনুষ্ঠানকে পুরোপুরি গোপনীয় রাখতে একেবারে হাতে গোনা কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানে ছিল অনেক কড়াকড়ি। মুঠোফোন নিয়ে যেতে পারেননি অতিথিরা।
বুমরাহর বিয়ের খবর জানিয়েছেন অভিনেত্রী তারা শর্মা সালুজা। ইনস্টাগ্রামে বুমরাহর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'বিয়ের জন্য জসপ্রীত বুমরাহ এবং সঞ্জনা গণেশন তোমাদের আন্তরিক অভিনন্দন।'
ভারতীয় ক্রিকেটে পরিচিত মুখ সঞ্জনা। নিয়মিত বিভিন্ন খেলার অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি। আইসিসির একাধিক টুর্নামেন্টেও অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপেও উপস্থাপনা করেছিলেন তিনি।
সম্প্রতি ব্যক্তিগত কারণে ছুটি চাওয়ার পরই শেষ টেস্ট থেকে বুমরাহকে বিশ্রাম দিয়েছিল বিসিসিআই। এরপরই ভারতীয় পেসারের বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।