বড় মঞ্চে পিএসজিকে জেতালেন মেসি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/09/29/242670331_150609537274573_3125533757060275161_n.jpg)
পিএসজির জার্সি গায়ে লিওনেল মেসির গোল দেখার অপেক্ষা অবশেষে ফুরাল। আর্জেন্টাইন তারকা গোল পেলেন বড় মঞ্চেই। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চোখ ধাঁধানো গোলে পিএসজিকে জয় উপহার দিয়েছেন রেকর্ড ছয় বারের বর্ষসেরা ফুটবলার।
গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে ম্যানসিটিকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক পিএসজি। মেসির পাশাপাশি বাকি গোলটি করেছেন ইদ্রিসা গেয়ি।
গেল আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। এর মাঝে লম্বা সময় চলে গেলেও কিছুতেই জালের দেখা পাচ্ছিলেন না তিনি। এরপর চোটের কারণে খেলা হয়নি দুই ম্যাচ। চোট কাটিয়ে ফিরেই কাল পেয়ে গেলেন তাঁর কাঙ্ক্ষিত সময়। শক্তিশালী ম্যানসিটির বিপক্ষে দলকে প্রথম গোল উপহার দিলেন আর্জেন্টিয়ান ফরোয়ার্ড।
ম্যাচটির শুরু থেকেই আক্রমণভাগ দিয়ে সিটিকে ভড়কে দিয়েছে পিএসজি। এমবাপ্পে, মেসি, নেইমার— এই তিন তারকার আক্রমণের জবাব দিতে পারেনি সিটি। ১৮বার শট নিয়েও গোলশূন্য ছিল প্রিমিয়ার লিগের দলটি।
ম্যাচের অষ্টম মিনিটেই গোল পেয়ে যায় পিএসজি। ডান দিক থেকে ওঠা আক্রমণে আশরাফ হাকিমির পাস ধরে বাইলাইন থেকে কাটব্যাক করলেন এমবাপ্পে। ফাঁকায় বলে ঠিকমতো পা লাগাতে পারলেন না নেইমার। তবে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে সুযোগ হাতছাড়া করলেন না গেয়ি। উঁচু শটে ঠিকানা খুঁজে নেন তিনি।
মেসির গোলের অপেক্ষা ফুরায় ৭৪ মিনিটে। বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডার এমেরিক লাপোর্তকে এড়িয়ে ডি-বক্সে এমবাপ্পেকে পাস দিলেন মেসি। ফরাসি তারকা প্রথম ছোঁয়ায় ফেরত পাঠালেন। এরপর বল ধরেই বাঁ পায়ের দুর্দান্ত এক শটে পিএসজিতে নিজের প্রথম গোল করলেন মেসি। চ্যাম্পিয়নস লিগে এটি তার ১২১তম গোল। ম্যাচের বাকি সময় রক্ষণ ধরে রেখে স্বস্তির জয় তুলে নেয় পিএসজি।