ভারত সফরের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা
ভারত সফরের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের দলের সঙ্গে স্ট্যান্ডবাই আছেন আরও পাঁচজন।
তিন দলের সিরিজ খেলতে আজ মঙ্গলবার ভারত সফরে রওনা হওয়ার কথা বাংলাদেশ যুব দলের। কলকাতার ইডেন গার্ডেনসে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ ও ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে সিরিজ খেলবে তারা।
২৯ নভেম্বর ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল ও বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে। লিগ পর্বের বাকি তিন ম্যাচ হবে ১, ২ ও ৪ ডিসেম্বর। ৭ ডিসেম্বর হবে সিরিজের ফাইনাল ম্যাচ। ম্যাচগুলো হবে কলকাতার ইডেন গার্ডেনসে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : মেহরব হাসান, আইচ মোল্লাহ, আবদুল্লাহ আল মামুন, তাহবিজুল ইসলাম, মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরজ, আরিফুল ইসলাম, মুশফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুর জামান, তানজিম হাসান, রাকিবুল হাসান, নাঈমুর রহমান, জিশান আলম ও মোহাম্মদ ফাহিম।
স্ট্যান্ডবাই: সাকিব শাহরিয়ার, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব, গোলাম কিবরিয়া ও তৌহিদুল ইসলাম।