মার্টিনেজকে সরিয়ে আবার শেখ জামালের কোচ আফুসি
এর আগেও বেশ কয়েকবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কোচের দায়িত্বে ছিলেন জোসেফ আফুসি। নাইজেরীয় এই কোচের হাতে আবার দায়িত্ব দেয় ঢাকার ফুটবলের অন্যতম সেরা দলটি।
হুয়ান মার্টিনেজকে সরিয়ে আফুসিকে কোচের দায়িত্ব দেয় শেখ জামাল। দলটির ম্যানেজার আনোয়ারুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিমিয়ার ফুটবল লিগে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি শেখ জামাল। ১১ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সাবেক চ্যাম্পিয়নরা। আর ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস।
এর আগে চার মেয়াদে শেখ জামালের কোচ ছিলেন আফুসি। প্রথমে খেলোয়াড় হিসেবে দলটিতে যোগ দিয়েছিলেন তিনি। পরে ২০১২ থেকে ২০১৪ মৌসুমে কোচের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে আবার এক মৌসুমের জন্য দলটির কোচের দায়িত্ব পালন করেন তিনি।
২০১৬ সালে ভারতের চার্চিল ব্রাদার্সে যোগ দেন আফুসি। পরে আবার ২০১৮ সালে শেখ জামালের কোচের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন পর আবার শেখ জামালে ফিরেছেন আফুসি।
আফুসির অধীনে শেখ বেশ কিছু সাফল্য পায়। ২০১৪ সালে ভুটানের কিংস কাপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের শিরোপা জেতে। আর ২০১৪ সালে ভারতের আইএফএ শিল্ডে রানার্সআপ হয় দলটি। তাই বারবার ফিরিয়ে আনা হয় আফুসিকে।