এএফসি কাপে শেখ জামালের দারুণ সূচনা

এএফসি কাপের প্লে-অফ বাছাইয়ের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশের শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শুক্রবার কিরগিজস্তানের বিশকেকে তারা ৪-১ গোলে হারিয়েছে ম্যাকাওয়ের ক্লাব সিএএসএ বেনফিকাকে।
শেখ জামালের জয়ের নায়ক বদলি স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি। বিরতির পর নেমেই তিনি করেন জোড়া গোল। অন্য দুটি গোল অধিনায়ক মামুনুল ইসলাম ও নাইজেরীয় স্ট্রাইকার এমেকার।
শেষ পর্যন্ত বড় ব্যবধানে জিতলেও প্রথমে পিছিয়ে পড়েছিল শেখ জামাল। ২৬ মিনিটে ফরোয়ার্ড তারাওয়ের গোলে ম্যাকাওয়ের ক্লাবটি এগিয়ে যায়।
তবে বিরতির ঠিক আগে এমেকার গোলে সমতা নিয়ে আসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ৭২ মিনিটে দেশসেরা মিডফিল্ডার মামুনুলের গোলে এগিয়েও যায় শেখ জামাল।
শেষ দুটি গোল জাতীয় দলের স্ট্রাইকার রনির। বিরতির পর মাঠে নেমে ৭৭ ও ৮৬ মিনিটে লক্ষ্যভেদ করে দলকে বড় জয়ের উল্লাসে মাতিয়ে তোলেন তিনি।
শেখ জামাল পরের ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক এফসি আলগার। ম্যাচটি হবে শনিবার।