রিয়াল মাদ্রিদ ছাড়ছেন জিদান!

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে রিয়াল মাদ্রিদ থেকে পদত্যাগ করছেন ফরাসি কোচ জিনেদিন জিদান। এবার স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়ে দিল, সত্যিই নাকি স্প্যানিশ ক্লাবটি ছাড়তে যাচ্ছেন তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ জিদান।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান নিয়ে নিয়েছেন জিনেদিন জিদান। এরই মধ্যে ক্লাবকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন তিনি। যে কোনো মহূর্তে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
একই খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান, গোল ডটকম, সংবাদমাধ্যম এসএসও। মূলত গতকাল রাতে ইতালির ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো এক টুইটে এই খবর জানান। এরপরই বিভিন্ন মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে।
রিয়ালের দায়িত্ব নেওয়ার পর প্রথম দফায় তিনটি চ্যাম্পিয়নস ট্রফি ও একটি লা লিগা জিতিয়েছেন জিদান। এরপর ২০১৮ সালের ৩১ মে সবাইকে অবাক করে দিয়েই রিয়াল ছেড়েছিলেন জিদান। এক বছর বাদে ২০১৯ সালে ফের ফিরেছিলেন প্রিয় স্প্যানিশ ক্লাবটিকে। এখন আবার ছাড়তে যাচ্ছেন এই ফরাসি কোচ।