রুবেলকে আইডল মানেন রেজাউর রাজা

গত বছরই প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পান রেজাউর রহমান রাজা। তবে স্কোয়াডে সুযোগ পেলেও একাদশে খেলা হয়নি তাঁর। বছর ঘুরে ফের স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি। তাসকিন আহমেদের চোটের সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে ডাকা হয়েছে তাঁকে। দেশের জার্সিতে অভিষেক হওয়ার অপেক্ষায় থাকা রাজা জানালেন, বাংলাদেশের পেসার রুবেল হোসেনকে আইডল মানেন তিনি।
আজ সোমবার সংবাদমাধ্যমকে রাজা বলেন, ‘আমার আইডল রুবেল ভাই। স্বপ্ন তো থাকেই ভালো কিছু করার। সেই চেষ্টা করব। ওটা না হয় পরে দেখা যাবে। আসলে যেখানেই খেলি, সিনিয়রদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করি। গত কয়েক বছর ধরে পেসাররা ভালো বল করছে। বড় ভাইরা ভালো করছেন, এটা আমাদের জন্য মোটিভেশন। তাদের দেখে অনুপ্রেরণা পাই।’
তরুণ এই ক্রিকেটার আরো বলেন, ‘সব খেলোয়াড়ই অভিষেকের অপেক্ষায় থাকে। আমি অভিষেকের অপেক্ষায় আছি। সুযোগ হলে চেষ্টা করব ভালো কিছু করার। জোরে বল করাই আমার লক্ষ্য থাকে। দলের পরিস্থিতির চাহিদা মিটিয়ে ভালো জায়গায়, লাইন লেংথ ঠিক রেখে জোরে বল করা আমার লক্ষ্য।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজটি হবে। সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ১৫ মে, চট্টগ্রামে। আর, দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে ২৩ মে, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
এ ছাড়া সফরে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। শুরুতে চট্টগ্রামে এ ম্যাচটি হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তন করে নতুন ভেন্যু হিসেবে বিকেএসপিকে বেছে নিয়েছে বিসিবি।
বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।