রোহিতের নেতৃত্বে খেলতে চান না কোহলি?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/12/14/00-99.jpg)
আর কদিন বাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে যাবে ভারত। হ্যামস্ট্রিং চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা। এরই মধ্যে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম নিতে বিসিসিআইকে চিঠি দিয়েছেন টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি।
ইন্ডিয়া টুডের খবরে জানা গেছে, বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে ভারতের ওয়ানডে দলের অধিনায়ক করার পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিরাট কোহলি প্রকাশ্যে রোহিতকে শুভেচ্ছা বা অভিনন্দন জানাননি। দক্ষিণ আফ্রিকা রওনা হওয়ার আগে গতকাল রোববার থেকে মুম্বাইয়ে টিম হোটেলে রোহিত শর্মা। গতকাল থেকে শুরু হয়েছে কোয়ারেন্টিন। কোহলির আজ টিম হোটেলে ওঠার কথা।
কোহলিকে যেভাবে ওয়ানডের অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে তা ভালোভাবে নেননি তিনি। তাই তিনি বিসিসিআইকে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান।
অবশ্য রোহিতের সঙ্গে কোহলির সম্পর্ক নিয়েও নানা কথা শোনা যায়। বর্তমান পরিস্থিতিতে দুই তারকার দ্বন্দ্ব প্রধান কোচ রাহুল দ্রাবিড় কিভাবে সামলান সেটাই দেখার।