ফাইনালের ওপর নির্ভর করছে রোহিতের ভাগ্য

ভারত জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ রোহিত শর্মা। প্রায় এক যুগ পর ভারত আইসিসির কোনো ইভেন্ট জেতে রোহিত শর্মার নেতৃত্বে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণকে বিদায় বলেন রোহিত। সামনে আইসিসির আরেকটি ইভেন্ট জয়ের হাতছানি। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল থেকে এক ম্যাচ দূরত্বে রোহিতের ভারত।
আগামী ৯ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি কেবল ভারতের জন্য নয়, গুরুত্বপূর্ণ অধিনায়ক রোহিতের জন্যেও। এই ম্যাচের ওপর নির্ভর করছে অনেক কিছু। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই ভারতীয় ক্রেকেট বোর্ড (বিসিসিআই) রোহিতকে জানিয়েছিল, টুর্নামেন্টের পর তার ভবিষ্যৎ নিয়ে ভারতে।
মূলত, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা সাজাতে চাচ্ছে বিসিসিআই। টাইমস অব ইন্ডিয়ায় আজ শুক্রবার (৭ মার্চ) প্রকাশিত প্রতিবেদন মতে, ভারত চায় ২০২৭ বিশ্বকাপের আগে একজন নতুন অধিনায়ককে গড়ে তুলতে। তাছাড়া, সামনে বিশ্বকাপে রোহিতের বয়স হবে ৪০। সেই বয়সে ফিটনেস ও ফর্ম ধরে রাখতে পারবেন কি না, সেটি একটি বিষয়।
ইতোমধ্যে রোহিতের সঙ্গে আলাপ করেছে বিসিসিআই। বোর্ডের সঙ্গে কথা হয়েছে প্রধান কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকারের। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে রোহিত ছন্দহীন থাকলেও আসরে তার নেতৃত্ব প্রশংসা কুড়াচ্ছে।
২০২৩ থেকে ২০২৫—আইসিসির সবগুলো টুর্নামেন্টের ফাইনালে ভারত উঠেছে রোহিতের নেতৃত্বেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি—ভারত খেলেছে সব আসরের ফাইনাল। অধিনায়ক হিসেবে সবগুলো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ওঠা একমাত্র অধিনায়ক রোহিত।
এতকিছুর পরও ভারত তাকিয়ে ভবিষ্যতের দিকে। যে ভাবনায় রোহিত থাকবেন কি না, তা জানা যাবে রোববারের ফাইনালের পর।