শেষ পর্যন্ত পয়েন্টের দেখা পেল বাংলাদেশ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এর আগে পাঁচ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। কিন্তু একটি ম্যাচেও সাফল্য পায়নি মুমিনুলরা। দীর্ঘ অপেক্ষার পর সেই খরা কাটল। অবশেষে পয়েন্টের দেখা পেল বাংলাদেশ। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ড্র করে ২০ পয়েন্ট ঝুলিতে নেয় তারা।
এর আগে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাঁচটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করে ২০ পয়েন্ট পায়। তবে শ্রীলঙ্কার সংগ্রহ ১৪০ পয়েন্ট।

১৭ ম্যাচ খেলে ৫২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। ৪২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। আগামী জুনে সাউথাম্পটনে ভারত ও নিউজিল্যান্ডের ফাইনালে খেলার কথা।
পাল্লেকেলেতে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৪১ রান করে। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৬৪৮ রান। আর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১০০ রান করে।