'সামাজিক দূরত্ব বজায় রাখতে হয় এভাবেই'

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রয়োজনে বাইরে বের হলে একে অপরের সঙ্গে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে। অবশ্য তা অনেকেই মানছে না। সাধারণ মানুষকে তা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে অনেকেই।
এবার সেই কাজটা করলেন দ্রুততম মানব জ্যামাইকার উসাইন বোল্ট। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ট্র্রাকে দৌঁড়ানোর একটি ছবি পোস্ট করে বোঝানোর চেষ্টা করেছেন তিনি।
২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমসে ১০০ মিটার স্প্রিন্টে অন্য প্রতিযোগিদের চেয়ে কয়েক ফুট সামনে থেকে দৌঁড় শেষ করেছিলেন বোল্ট। আর সেই ছবিটিই ফেসবুকে পোস্ট করে বোল্ট লিখেছেন, ‘দূরত্ব বজায় রাখতে হবে এভাবেই।'
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে ৯ দশমিক ৬৩ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক জয়ের পাশাপাশি বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। পরের বছর বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই টাইমিং ছাড়িয়ে যান। এটি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় সেরা টাইমিং।
বোল্টের ক্যারিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে অলিম্পিকে আটটি স্বর্ণ পদক। ২০০৮ সালে বেইজিং, ২০১২ সালে লন্ডন আর ২০১৬ সালে রিও অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের ছয়টি স্বর্ণ পদক। পাশাপাশি লন্ডন ও রিওর রিলের দুটি স্বর্ণ পদক।
২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকসে ৯.৫৮ টাইমিংয়ে বিশ্ব রেকর্ড গড়ে ১০০ মিটার স্প্রিন্ট জিতেছিলেন বোল্ট।