সিলেটে শত বলের ক্রিকেট টুর্নামেন্ট

সিলেটে শত বল কাপ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
করোনাকালে স্থানীয় ক্রিকেটে স্থবিরতা কাটাতে জমকালো উদ্যোগ নিয়েছে একে কনসাল্টিং সার্ভিসেস লি.। জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজন হচ্ছে শত বলের ক্রিকেট টুর্নামেন্ট।
আজ শনিবার সিলেটে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানায়, আগামী ১৯ অক্টোবর শুরু হচ্ছে টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নেবে ১০টি দল। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।
টুর্নামেন্ট দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্টের আয়োজন হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শত বল কাপ টুর্নামেন্টের কর্মকর্তা কে আর হাসান ও নাহিদ আক্তার রিফাত, বিভাগীয় ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদ কোরেশি এবং ম্যানেজমেন্ট কমিটির সদস্য রাজিন হোসেন।