৪০০ মিটারে হার্ডলসে ম্যাকলাফলিনের ইতিহাস

কদিন আগেই ৪০০ মিটার হার্ডলসে বিশ্বরেকর্ড গড়েছিলেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট সিডনি ম্যাকলাফলিন। এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। নিজেকে নিলেন নতুন উচ্চতায়। ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলিট।
মাত্র ৫০.৬৮ সেকেন্ড সময় নিয়ে ৪০০ মিটার হার্ডলসে প্রথম হয়েছেন ম্যাকলাফলিন। এর আগে নিজের করা বিশ্বরেকর্ডের থেকে ০.৭৩ সেকেন্ড কম সময় নিয়েছেন তিনি।
গত মাসে ইউএস চ্যাম্পিয়নশিপে ম্যাকলাফলিন সময় নিয়েছিলেন ৫১.৪১ সেকেন্ডে। তার আগে গেল বছর টোকিওতে ৪০০ মিটার হার্ডলস ৫১.৪৬ সেকেন্ড সময় নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি।
ম্যাকলাফলিনের চেয়ে ১.৫৯ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নেদারল্যান্ডসের ফিমেক বল। তাঁর লেগেছে ৫২.২৭ সেকেন্ড সময়। আর গেল মাসে ইউএস চ্যাম্পিয়নশিপের রানার আপ দালিলাহর সময় লেগেছে ৫৩.১৩ সেকেন্ড।
রেকর্ড গড়ার পর ম্যাকলাফলিন বলেন, ‘বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলতে, আমি শুধু জোরে দৌড়াতে চেয়েছিলাম। সময়ের কথা ভাবিনি। রেকর্ড করতে পেরে খুব খুশি।’