ঢাকায় আফগানিস্তান

আফগানিস্তান ফুটবল দল। ছবি : বাফুফের সৌজন্যে
বাংলাদেশের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ঢাকায় এসেছে আফগানিস্তান। শনিবার দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় ৩৩ সদস্যের দলটি।
সাফ চ্যাম্পিয়ন আফগানিস্তান মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হবে। বিশ্বকাপের বাছাই পর্বের আগে এটি হবে বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচ।
শনিবার প্রথম প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।
বিশ্বকাপের বাছাই পর্বে প্রথম দুটি ম্যাচে বাংলাদেশ খেলবে ১১ জুন কিরগিজস্তান ও ১৬ জুন তাজিকিস্তানের বিপক্ষে। বাছাই পর্বকে সামনে রেখে মূলত এই দুটি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ।