নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন?

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২৬ সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের আগামী আসর। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ড্র। সেখানে নিশ্চিত হয়েছে কাদের বিপক্ষে খেলবে আফঈদা-ঋতুপর্ণারা। একদিন পরেই জানা গেল কবে, কখন, কাদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের ম্যাচের সূচি প্রকাশ করেছে। নারী এশিয়ান কাপের প্রথম দুই ম্যাচেই অগ্নিপরীক্ষা দিতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।
আগামী বছরের ৩ মার্চ বাংলাদেশ সময় দুপুর ২টায় টুর্নামেন্টের বর্তমান ও সর্বাধিক ৯ বারের চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে কোচ পিটার বাটলারের দল। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে হবে ম্যাচটি।
৬ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ান কাপের দ্বিতীয় সর্বোচ্চ ৩ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। এই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ৮টায়। এ ম্যাচটিও হবে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে।
পরের ম্যাচ খেলতে বাংলাদেশকে যেতে হবে পার্থে। ৯ মার্চ গ্রুপের শেষ ও তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। পার্থের র্যাকটেঙ্গুলার স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
এর আগে গতকাল অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে অনুষ্ঠিত হয়েছে নারী এশিয়ান কাপের ড্র। ড্রয়ে বাংলাদেশ ছিল ৪ নম্বর পটে। এ পট থেকেই প্রথমে নাম তোলা হয়। বাংলাদেশের নাম ওঠে ‘বি’ গ্রপের তিন নম্বর দল হিসেবে। বি গ্রুপে ৩ নম্বর পট থেকে উজবেকিস্তান, ২ নম্বর পট থেকে চীন এবং ১ নম্বর পট থেকে উত্তর কোরিয়ার নাম উঠে।