মেসি-জাদুতে শিরোপা বার্সেলোনার

কোপা দেল রেতে নিজের ৫০তম ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। সেটাও ফাইনালের মতো বড় মঞ্চে। মাইলফলকের উপলক্ষটা কী দারুণভাবেই না স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন তারকা! মন্ত্রমুগ্ধ করে দিলেন ন্যু ক্যাম্পের গ্যালারিভরা দর্শককে। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে করলেন জোড়া গোল। লুইস সুয়ারেজের সহায়তায় নেইমার করেছেন আরেকটি গোল। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা।
ম্যাচের আগে অবশ্য মেসি না, ন্যু ক্যাম্পের মনোযোগের কেন্দ্রে ছিলেন জাভি। এটিই ছিল বার্সার মাঠে এই কিংবদন্তির শেষ ম্যাচ। তাঁর বিদায়টাও দারুণভাবে স্মরণীয় হয়ে থাকল মেসি-নেইমার-সুয়ারেজদের কল্যাণে।urgentPhoto
লা লিগার শিরোপা আগেই জেতা হয়েছিল বার্সেলোনার। এবার কোপা দেল রে জিতে ট্রেবল জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল কাতালানরা। ৬ জুন জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জিততে পারলেই ইতিহাস গড়তে পারবে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাব। প্রথম দল হিসেবে অর্জন করবে দুবার ট্রেবল জয়ের অনন্য কৃতিত্ব।
২০ মিনিটের মাথায় দীর্ঘদিন মনে রাখার মতো একটি গোল করে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন মেসি। অ্যাথলেটিক বিলবাওয়ের তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল নিয়ে ঢুকে পড়েছিলেন পেনাল্টি বক্সের মধ্যে। সেখানে আরেকজনকে কাটিয়ে দারুণভাবে বল পাঠিয়ে দিয়েছেন কাঙ্ক্ষিত ঠিকানায়। বার্সার দ্বিতীয় গোলটি এসেছে ৩৬ মিনিটে। গোলপোস্টের একেবারে সামনে সুয়ারেজের পাস থেকে বল পেয়ে সেটা জালে জড়াতে কোনো ভুল হয়নি ব্রাজিলিয়ান তারকা নেইমারের। দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে দানি আলভেজের সহায়তায় তৃতীয় গোলটি করেন মেসি। ৭৯ মিনিটে অ্যাথলেটিকের পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল করেছেন ইনাকি উইলিয়ামস।
এই শিরোপা জিতে কোপা দেল রেতে নিজেদের আরো উঁচুতে নিয়ে গেল বার্সেলোনা। এটি ছিল তাদের ২৭তম শিরোপা। এর পর সবচেয়ে বেশি, ২৩টি শিরোপা জিতেছে অ্যাথলেটিক বিলবাও। রিয়াল মাদ্রিদের ট্রফি কেসে আছে ১৯টি কোপা দেল রে শিরোপা।