ফাইনালের আগে সতর্ক মেসি

এ মৌসুমে লিওনেল মেসি যেমন অপ্রতিরোধ্য, তেমনি তাঁর দল বার্সেলোনাও। মেসির মতো বার্সাও দাঁড়িয়ে আছে ইতিহাসের সামনে। ইতিহাস গড়তে আগামী শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সাফল্য চাই। চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার জুভেন্টাসকে হারানোর ব্যাপারে আশাবাদী। তবে একই সঙ্গে যথেষ্ট সতর্কও তিনি।
এবার এরই মধ্যে স্প্যানিশ লা লিগা ও কোপা দেল রে’র শিরোপা জিতে নিয়েছে বার্সা। চ্যাম্পিয়নস লিগও জিততে পারলে ট্রেবল, অর্থাৎ মৌসুমে তিনটি শিরোপার আনন্দে মেতে উঠবে কাতালানরা; প্রথম দল হিসেবে দুবার ট্রেবল জিতে ইতিহাসও গড়বে। ইতিহাসের হাতছানি মেসির সামনেও। শনিবার বার্লিনে লক্ষ্যভেদ করতে পারলে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করার কীর্তি গড়বেন তিনি। পেছনে ফেলে দেবেন রাউল গনজালেজ, স্যামুয়েল এতো ও ক্রিস্টিয়ানো রোনালদোকে।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে দুর্দান্ত ছন্দে থাকা বার্সাকে এগিয়ে না রেখে উপায় নেই। জুভেন্টাসের বিপক্ষে নিঃসন্দেহে তারাই ফেভারিট। তবে এবারের ফুটবল-মৌসুমে ৫৮টি গোল করা মেসি একদমই আত্মপ্রসাদে ভুগছেন না। আর্জেন্টাইন তারকা বরং ভীষণ সতর্ক, ‘এটা একটা সম্পূর্ণ ভিন্ন ম্যাচ, প্রতিযোগিতার বিশেষ ম্যাচ। এটা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। এখানে পৌঁছানোর জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে।’
ফাইনালে জয় পাওয়া যে সহজ হবে না, তা মেনে নিতে দ্বিধা নেই মেসির, ‘আমরা জানি যে আবার চ্যাম্পিয়ন হওয়া সহজ হবে না। আমরা ভীষণ কঠিন ও শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলব। ফাইনালে যেকোনো কিছু হতে পারে। তবে আগের ফাইনালগুলোর মতো এ ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করব আমরা।’