শেষ মুহূর্তে জয় হাতছাড়া

ম্যাচের শুরুতে পাওয়া গোল ধরে রেখে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু আফগানিস্তানকে হারাতে পারেননি এমিলি-মামুনুলরা। শেষ বাঁশির কয়েক সেকেন্ড আগে গোল খেয়ে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ থেকে ফিরতে হয়েছে বাংলাদেশকে। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচটির ফল ১-১। গত শনিবার সিঙ্গাপুরের কাছে আরেকটি প্রীতি ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২-১ গোলে।
ম্যাচের প্রথমার্ধে দারুণ খেলেছে বাংলাদেশ। কিন্তু বিরতির পর উজ্জীবিত স্বাগতিকদের খুঁজে পাওয়া যায়নি। খেলোয়াড়দের কিছুটা পরিশ্রান্তও মনে হয়েছে। তাই শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া হয়ে গেছে।
urgentPhoto
চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মিডফিল্ডার মামুনুল ইসলামের ফ্রিকিক থেকে স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির হেড আফগানিস্তান গোলরক্ষকের হাত ফসকে জালে জড়িয়ে যায়।
১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। তরুণ ফরোয়ার্ড জুয়েল রানা বল নিয়ে বক্সে ঢুকে শট নিলেও আফগান গোলরক্ষক কোনো রকমে দলকে বিপদ থেকে রক্ষা করেন।
২৭ মিনিটে সমতা নিয়ে আসার সহজ সুযোগ নষ্ট করে আফগানিস্তান। বক্সের ভেতর ঢুকে পড়া ফরোয়ার্ড আহমাদির শট রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক রাসেল মাহমুদ। আহমাদির ফিরতি শট সাইড বার ঘেঁষে চলে যায় বাইরে।
বিরতির ঠিক আগে এমিলি হতাশ করেন স্বাগতিকদের। জুয়েলের চমৎকার ক্রসে এমিলি মাথা ছোঁয়াতে পারলে গোল পেয়ে যেত বাংলাদেশ। কিন্তু তারকা স্ট্রাইকারের ব্যর্থতায় বাংলাদেশ গোলের দেখা পায়নি।
বিরতির পর আফগানিস্তান ভালোভাবে চেপে ধরে বাংলাদেশকে। ৫২ মিনিটে আবার আফগানদের হতাশ করেন রাসেল মাহমুদ। মিডফিল্ডার ওমর আনোয়ারের অসাধারণ শট ঝাপিয়ে পড়ে ঠেকিয়ে দেন স্বাগতিকদের গোলরক্ষক।
৮০ মিনিটে আফগানিস্তানের আরেকটি প্রচেষ্টা নষ্ট হয়। ফরোয়ার্ড মোস্তফা আজাদজাইয়ের বক্সের ভেতর থেকে নেওয়া শট বাইরে পাঠিয়ে বাংলাদেশকে বিপদমুক্ত করেন ডিফেন্ডার ইয়াসিন খান।
এভাবেই সাফ চ্যাম্পিয়নদের হতাশায় স্বাগতিকরা যখন জয়ের স্বপ্নে বিভোর ঠিক তখনই স্বপ্নভঙ্গ! ইনজুরি সময়ের চতুর্থ মিনিটের খেলা চলছিল তখন। শেষ বাঁশি মাত্র কয়েক সেকেন্ড দূরে। সে সময় বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া বদলি মিডফিল্ডার এসমাত শেনওয়ারির দুর্দান্ত শট রাসেলকে ফাঁকি দিয়ে চলে যায় জালে। বাংলাদেশের জয়ের আশারও সেখানেই সমাপ্তি।
বাংলাদেশের পরবর্তী ‘মিশন’ বিশ্বকাপ বাছাইপর্ব। এই লড়াইয়ে বাংলাদেশ ১১ জুন কিরগিজস্তান ও ১৬ জুন তাজিকিস্তানের মুখোমুখি হবে।