এশিয়ান কাপে কেমন প্রতিপক্ষ পেল বাংলাদেশ?

বাছাইপর্বে প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে প্রথমবার এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৯ জুলাই) আয়োজক দেশ অস্ট্রেলিয়ার সিডনির টাউন হলে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ড্র। যেখানে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ।
ড্রয়ে বাংলাদেশ ছিল ৪ নম্বর পটে। ড্রয়ের প্রথমে চার নম্বর পট থেকে নাম তোলা হয়। বাংলাদেশের নাম ওঠে ‘বি’ গ্রপের তিন নম্বর দল হিসেবে। বি গ্রুপে ৩ নম্বর পট থেকে উজবেকিস্তান, ২ নম্বর পট থেকে চীন ও ১ নম্বর পট থেকে উত্তর কোরিয়ার নাম উঠেছে।
এই টুর্নামেন্টে ভালো করলে সুযোগ আছে সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলার এবং অলিম্পিকের বাছাইপর্ব খেলার। তাই ড্র শেষে এখন দেশের ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, কেমন প্রতিপক্ষ পেল বাংলাদেশ?
তাদের জন্য কিছুটা আশাহত করার খবরই বটে। বাংলাদেশের তিন প্রতিপক্ষের মধ্যে দুই দলই নারী এশিয়ান কাপের চ্যাম্পিয়ন দল। দুই নম্বর পট থেকে আসা চীন এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন। শুধু তাই নয়, টুর্নামেন্টের সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়নও তারা। ফিফা র্যাঙ্কিংয়ের বিচারেও ঢের এগিয়ে চীন। তাদের অবস্থান ১৫ তম স্থানে। ১১৩ ধাপ পেছনে থাকা বাংলাদেশের অবস্থান ১২৮।
আরেক প্রতিপক্ষ উত্তর কোরিয়াও বাংলাদেশের জন্য মাথাব্যথার কারণ হবে। এশিয়ান কাপের দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন তারা। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান আরও ভালো। ৯ নম্বরে আছে এশিয়ার দেশটি।
গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান। এশিয়ান কাপে তাদের রেকর্ড ভালো না হলেও ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৭ ধাপ এগিয়ে তারা। সেটা হয়তো আফঈদাদের খুব একটা চিন্তায় ফেলবে না। কারণ কদিন আগেই ৫৫ নম্বরে থাকা মিয়ানমারকে হারিয়ে মূলপর্বে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ।
পরিসংখ্যান ও অতীত রেকর্ড অনুযায়ী এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশের জন্য বেশ কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, অন্তত লড়াই করবে বাংলার বাঘিনীরা।
এদিকে, এশিয়ান কাপে অংশগ্রহণকারী ১২টি দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে থাকছে চারটি করে দল। গ্রুপ পর্বের শেষে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা দুটি দল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।