হার দিয়ে শুরু বাংলাদেশের

বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা একদমই ভালো হলো না বাংলাদেশের। ঘরের মাঠে প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হেরে গেছে কিরগিজস্তানের কাছে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিরগিজদের জয়ের নায়ক অ্যান্টন জেমলিয়ানুহিন। জোড়া গোল করেছেন তিনি। বিজয়ী দলের অন্য গোলটি এগার বার্নহার্টের। বাংলাদেশের একমাত্র গোলটি এসেছে আত্মঘাতী থেকে।
ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় কিরগিজস্তান। বক্সের ঠিক বাইরে থেকে অসাধারণ ফ্রিকিকে লক্ষ্যভেদ করেন জেমলিয়ানুহিন। এই ফরোয়ার্ডের দুর্দান্ত শট সাইডবারে লেগে জালে জড়িয়ে যায়।
২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিরগিজস্তান। ডিফেন্ডার ইয়ামিন মুন্না প্রতিপক্ষের ডিফেন্ডার ভিক্টর মাইয়ারকে বক্সের মধ্যে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন বার্নহার্ট।
পরের মিনিটেই ব্যবধান কমানোর দারুণ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ইয়ামিন মুন্নার চমৎকার ক্রসে জাহিদ হাসান এমিলি মাথা ছোঁয়ালেই গোল হতো। কিন্তু গোল করতে ব্যর্থ হন দেশের অন্যতম সেরা স্ট্রাইকার।
তবে ৩২ মিনিটে হতাশ হতে হয়নি স্বাগতিকদের। অধিনায়ক মামুনুল ইসলামের কর্নার হেড করে বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দেন কিরগিজস্তানের ডিফেন্ডার ভেলেরি কিচিন।
বিরতির চার মিনিট আগে ব্যবধান আবার বাড়িয়ে দেন জেমলিয়ানুহিন। বক্সের ঠিক বাইরে থেকে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার আড়াআড়ি শটে বল জালে পাঠান তিনি।
বিরতির পর অনেক চেষ্টা করেও কিরগিজস্তানের রক্ষণদুর্গ ভেদ করতে পারেনি বাংলাদেশ। তাই ব্যবধানও কমেনি।
সবচেয়ে সহজ সুযোগ এসেছিল ইনজুরি সময়ে। ডিফেন্ডার রায়হান হাসানের থ্রোয়ে ইয়ামিন মুন্না মাথা ছোঁয়ালেই গোল হতো। কিন্তু সামনে শুধু গোলরক্ষক থাকলেও মুন্না বল জালে পাঠাতে ব্যর্থ।
আগামী ১৬ জুন ঘরের মাঠেই বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।