মেসির মাঠে ফেরা নিয়ে যা জানালো ইন্টার মায়ামি

মেক্সিকোর ক্লাব নেকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে খেলার শুরতেই চোট পান ইন্টার মায়ামি অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের মাত্র ১১ মিনিটেই মাঠ ছাড়তে হয় এই আর্জেন্টাইন তারকাকে। গতকাল (৩ আগস্ট) খেলায় মায়ামির জয় ছাপিয়ে আলোচনায় এসেছিল মেসির চোটের বিষয়টি। আজ ক্লাবটির যোগযোগ বিভাগ থেকে মেসির ইনজুরির বিষয়ে জানানো হয়েছে যে তার ইনজুরি খুব বেশি গুরুতর নয়।
ইন্টার মায়ামির যোগাযোগ বিভাগ থেকে জানানো হয়, ‘গত রাতে নেকাক্সার বিপক্ষে লিগস কাপ ম্যাচ চলাকালীন মেসি ডান পায়ের মাংসপেশিতে অস্বস্তি অনুভব করেন, যার ফলে তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য মেডিকেল টেস্ট করানো হয়। পরীক্ষার ফলাফলে তার ডান পায়ে একটি ‘মাইনর’ মাংসপেশির চোট ধরা পড়েছে। তার পুনরায় মাঠে ফেরা নির্ভর করছে চিকিৎসার অগ্রগতি এবং তার শারীরিক অবস্থার উন্নতির ওপর।’
গতকাল ম্যাচের সপ্তম মিনিটে ড্রিবল করে প্রতিপক্ষ নেকাক্সার বক্সে ঢুকতে গেলে প্রতিপক্ষের দুই খেলোয়াড় রাউল সানচেজ ও অ্যালেক্স পেনি তাকে ঠেকাতে এগিয়ে এসে ট্যাকেল করেন। মেসি হুমড়ি খেয়ে পড়ে গিয়ে হতাশায় চাপড় মারেন, তখনই তার মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছে কোনো দুঃসংবাদ আসতে চলেছে। চার মিনিট পরই যা সত্যি হয়, মেসি চোট নিয়ে মাঠ ছাড়েন।
ইন্টার মায়ামির জার্সিতে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। লিগস কাপের প্রথম ম্যাচে মায়ামির দুটি গোলই এসেছে তার অ্যাসিস্ট থেকে। মেজর লিগ সকারে গোল করেছেন ১৮টি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে আছেন শীর্ষে।