নতুন জার্সিতে জাভি হার্নান্দেজ
ছোটবেলা থেকে শুরু করে ফুটবল ক্যারিয়ারের পুরোটাই জাভি হার্নান্দেজ কাটিয়েছেন বার্সেলোনার জার্সি গায়ে। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে একবারও ছেড়ে যাননি প্রিয় ক্লাবটি। অবশেষে প্রথমবারের মতো গায়ে চড়িয়েছেন অন্য একটি ক্লাবের জার্সি। নাম লিখিয়েছেন কাতারের ক্লাব আল সাদে।
এ মৌসুমে ট্রেবল জয় করায় বার্সেলোনা থেকে জাভির বিদায় হয়েছে স্বপ্নের মতো। চ্যাম্পিয়নস লিগ জয়ের পাঁচদিন পরেই তিনি কাতারে এসেছেন নতুন ক্লাবে যোগ দিতে। বৃহস্পতিবার রাতে বার্সার কিংবদন্তি মিডফিল্ডারের আনুষ্ঠানিক পরিচিতি পর্বে হুমড়ি খেয়ে পড়েছিলেন দোহার সাংবাদিক ও ফুটবল-অনুরাগীরা। অনুষ্ঠানে ৩৫ বছর বয়সী জাভি বলেছেন, ‘আমি আল সাদ ফুটবল ক্লাবের অংশীদার হতে পেরে খুবই গর্বিত। আশা করছি এখানেও অনেক শিরোপা জিততে পারব। আল সাদ স্পোর্টস ক্লাব ও কাতারের মানুষকে অনেক ধন্যবাদ।’
আল সাদের সঙ্গে জাভির চুক্তি দুই বছরের। তবে মেয়াদ বাড়িয়ে চুক্তিটা তিন বছর পর্যন্ত করা যেতে পারে। খেলোয়াড়ের পাশাপাশি কোচের ভূমিকাতেও দেখা যেতে পারে জাভিকে। বার্সেলোনায় ছয় নম্বর জার্সি পরে দীর্ঘদিন খেলেছিলেন। আল সাদেও প্রিয় নম্বরের জার্সি দেওয়া হয়েছে স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালে দুটি ইউরো বিজয়ীকে।
জাভির আগে স্পেনের আরেক তারকা রাউলও ক্যারিয়ারের শেষ পর্যায়ে খেলেছিলেন আল সাদে। জাভিও ক্যারিয়ারের শেষটা কাতারেই করতে চান। তারপর কোচিং ক্যারিয়ার শুরুর পরিকল্পনা আছে তাঁর। কোচ হয়ে স্পেনে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেননি, ‘আমি ভবিষ্যতে কোচ হিসেবে ফুটবলের সঙ্গে যুক্ত হতে চাই। তবে আগামীতে কী হবে সেটা দেখা যাবে।’
আল সাদের ফুটবলার ছাড়াও কাতারে আরেকটি ভূমিকায় দেখা যাবে জাভিকে। কাতারে অনুষ্ঠেয় ২০২২ বিশ্বকাপের শুভেচ্ছাদূতের দায়িত্ব পালন করবেন তিনি।