একি করলেন তামিম!

এটাকে আত্মহত্যা ছাড়া আর কী-ই বা বলা যেতে পারে? উইকেটরক্ষকের হাতে বল অথচ দৌড় শুরু করলেন তামিম। উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েল্লা বাকি কাজটুকু করতে মোটেও সময় নিলেন না। মুহূর্তের খামখেয়ালিতে উইকেট হারালেন দারুণ খেলতে থাকা তামিম ইকবাল।
শ্রীলঙ্কার ৪৯৪ রানের জবাবে শুরুতে সৌম্য সরকার একবার পা হড়কেছিলেন। সে দফায় অবশ্য পয়েন্টে তাঁর ক্যাচ ধরতে পারেননি দিলরুয়ান পেরেরা। পুরো ইনিংসে এই একটিই ভুল করেছিলেন টাইগার ওপেনাররা।
গলের মরা পিচে এরপর অসাধারণ খেলছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। শ্রীলঙ্কার বোলারদের আর কোনো সুযোগ দেননি দুই বাংলাদেশি ওপেনার। তবে ৩৬তম ওভারে এসে ভুল করে বসলেন তামিম। লেগ সাইডে পিচ করা সান্দাকানের বলটা খেলতে চেয়েছিলেন তবে ব্যাটে লাগাতে পারেননি তামিম। বল গিয়ে জমা হয় ডিকওয়েল্লার গ্লাভসে। কী ভেবে তামিম যেন দৌড়াতে শুরু করলেন অথচ বল তখনো উইকেটরক্ষকের হাতে। নিমেষেই উইকেট ভেঙে দিলেন ডিকওয়েল্লা। তামিম যতক্ষণে বুঝতে পেরেছেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এর সঙ্গে ভেঙে গেল ১১৮ রানের উদ্বোধনী জুটিটা।ও আউট হওয়ার আগে ৬ চারে ১১২ বলে ৫৭ রান করেন তামিম।