উরুগুয়েকে হারাতে মরিয়া মেসি

২-০ গোলে এগিয়ে থেকে যে ম্যাচ সহজেই জেতার কথা ছিল সেটাই কি না শেষ হলো ড্রয়ে। লিওনেল মেসির মনে তাই রাগ-হতাশা-ক্ষোভ-যন্ত্রণা সব মিলেমিশে একাকার। প্যারাগুয়ের সঙ্গে ড্র করে কোপা আমেরিকা শুরু করা আর্জেন্টিনার অধিনায়ক এখন তাকিয়ে পরের ম্যাচের দিকে। বুধবার উরুগুয়েকে হারিয়েই প্যারাগুয়ে ম্যাচের দুঃখ ভুলতে চান তিনি।
আর্জেন্টিনা সর্বশেষ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছিল ২২ বছর আগে, ১৯৯৩ সালে। এরপর লাতিন আমেরিকার এই সেরা টুর্নামেন্ট কিংবা বিশ্বকাপে শিরোপার মধুর স্বাদ পায়নি ম্যারাডোনার দেশ। গত বছর বিশ্বকাপের ফাইনালে উঠলেও জার্মানির কাছে হেরে হতাশা নিয়ে ফিরতে হয়েছে। এবার কোপা আমেরিকা জিততে তাই আর্জেন্টাইনরা দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু শুরুতেই হোঁচট খেলে কারো কি ভালো লাগে!
প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে মেসির মতো ঠাণ্ডা মাথার মানুষেরও তাই মেজাজ খারাপ, ‘২-০তে এগিয়ে থেকেও ড্র করায় আমি ভীষণ ক্ষুব্ধ। প্রথমার্ধের পুরোটা খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমরা সুযোগ তৈরি করেছি আর গোলও করেছি। অথচ দ্বিতীয়ার্ধে ওরা ভালো খেলতে শুরু করল আর ম্যাচের চেহারাও পাল্টে গেল।’
এই হতাশা মুছে দিতে মেসি অধীর আগ্রহে অপেক্ষা করছেন উরুগুয়ে ম্যাচের দিকে, ‘আমি এখন তাকিয়ে আছি উরুগুয়ে ম্যাচের দিকে। ম্যাচটা আমাদের জিততেই হবে।’
উরুগুয়ে ম্যাচ আর্জেন্টিনার ‘প্রতিশোধে’র ম্যাচও বটে। কোপা আমেরিকার গত আসরের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে গিয়েছিল বিখ্যাত আকাশী-সাদা জার্সিধারীরা।