ঢাকার যানজটে তাজিক কোচের ক্ষোভ

ঢাকার মানুষের কাছে যানজট চেনা দৃশ্য। দশ মিনিটের দূরত্ব পার হতে অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কটিয়ে দিতে হয় তাদের। তবে বিদেশিরা এই দৃশ্যের সঙ্গে পরিচিত নয়। তাজিকিস্তান ফুটবল দলের কোচ মুখসিন মুখামাদিয়েভ যানজটে আটকা পড়ে তাই ভীষণ ক্ষুব্ধ।
মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে তাঁর দলের গুরুত্বপূর্ণ লড়াই। সোমবার হোটেল সোনারগাঁও থেকে বাফুফে ভবনে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু যানজটে আটকে দীর্ঘক্ষণ রাস্তায় থাকতে বাধ্য হওয়ায় ক্ষোভ চেপে রাখতে পারেননি।
বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাজিকিস্তান কোচ বলেন, ‘কর্তৃপক্ষ চাইলে হোটেলেই সংবাদ সম্মেলনের আয়োজন করতে পারত। আমাদের এখানে টেনে আনার কোনো প্রয়োজন ছিল না। এখানে আসতে আমাদের অনেক সময় ব্যয় হয়েছে। যার কারণে ক্ষতি হয়েছে আমার দলের। আমি যেতে না পারায় আমার দল অনুশীলনে নামতে পারছে না।’
বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে রোববার ঢাকায় এসেছে তাজিকিস্তান। প্রথম ম্যাচে বাংলাদেশ কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হেরে গেছে। তাজিকিস্তানও নিজেদের প্রথম ম্যাচে একই ব্যবধানে হেরেছে জর্ডানের কাছে।