সবুজ ঘাসের উইকেটে দ্বিতীয় ওয়ানডে

বাংলাদেশের কাছে প্রথম ওয়ানতে হারের পর শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট বেশ নড়েচড়ে বসেছে। দলের বোলিং শক্তি বাড়াতে আরো দুজন পেসার নিয়েছে স্বাগতিক দল। এবার নতুন খবর শোনা যাচ্ছে, ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডের উইকেটে নাকি সবুজ ঘাস রয়েছে।
সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ ব্যাপারে তিনি বলেন, ‘হ্যাঁ, উইকেটে ঘাস অনেক বেশি। তবে পেসাররা সুবিধা পাবে কি না, তা বলা মুশকিল। তবে যতটুকু শুনেছি, শ্রীলঙ্কা দুজন পেসার নিয়েছে। সেই ক্ষেত্রে উইকেটে ঘাস থাকতেই পারে।’
উইকেটে ঘাস থাকলেও বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস ব্যাটিং সহায়ক হবে, ‘উইকেটে সবুজ ঘাস থাকলেও আমি জানি না পেসাররা সুবিধা পাবে কি না। তবে আমার মনে হচ্ছে, উইকেট ব্যাটিং সহায়ক হবে। অবশ্য এখনই তা নিশ্চিত করে বলা মুশকিল। ম্যাচের আগেই তা ভালোভাবে বোঝা যায়।’
আগামীকাল মঙ্গলবার ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে। এই ম্যাচও হবে দিবারাত্রির। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে। প্রথম ওয়ানডেতে ৯০ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজ ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।
সিরিজে ফিরতে মরিয়া শ্রীলঙ্কা তাই পেস বোলিং শক্তি বাড়াতে দলে ফিরিয়ে এনেছে দুই পেসার নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদীপকে।