সিরিজ জিতবে ভারত : সৌরভ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/20/photo-1434786528.jpg)
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়াডেতে হারের পরও ভারতকেই এগিয়ে রাখছেন দলটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। প্রথম ম্যাচ হারের পরও ভারতের সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
বৃহস্পতিবারের ম্যাচে বাংলাদেশকে খাটো করে দেখা উচিত হয়নি বলে মন্তব্য করেন সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, ‘যারা পাকিস্তানকে পরপর চার ম্যাচে হারিয়েছে, তাদের খাটো করে দেখা উচিত হয়নি।’
তবে ‘একটা ম্যাচ হারলেও মনে হয় পরের দুই ম্যাচে ভারতই ভালো খেলবে। সিরিজও জিতবে,’ যোগ করেন সৌরভ।
কলকাতাভিত্তিক দৈনিক আনন্দবাজারকে ভারতের সাবেক ওপেনার বলেন, ‘কোহলির আরো দায়িত্বশীল ব্যাটিং করা উচিত। তাঁর মতো ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিতে হবে। আমার বিশ্বাস, পরের দুই ম্যাচে ওঁরা নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে আরো ভালো ক্রিকেট খেলবে। এখনো মনে করি ভারতই সিরিজে এগিয়ে। তবে বৃষ্টি চিন্তায় রাখবে। পুরো ম্যাচ না হলে কী হবে, বলা কঠিন।’
বাংলাদেশের ক্রিকেটে উন্নতি হয়েছে উল্লেখ করে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘ভারত বা অন্য বড় দল দেখলেই এত দিন ওরা ফিল্ডিং ছড়িয়ে দিত। ইদানীং ওরা ইনার সার্কেলের মধ্যে যথাসম্ভব বেশি ফিল্ডার রাখছে। এই ভাবনাটাই ওদের আরো আক্রমণাত্মক করে তুলেছে। এর জন্য ওদের বোলিং কোচ হিথ স্ট্রিকের কৃতিত্ব প্রাপ্য।’
পরের দুই ম্যাচে টস জিতলে ধোনিকে ব্যাটিংয়ের পরামর্শ দেন সৌরভ।
প্রথম ম্যাচে মুস্তাফিজুরকে ধোনির গুঁতো দেওয়ার বিষয়টিকে নেহায়েত দুর্ঘটনা মনে করছেন সৌরভ। তাঁর দাবি, ‘ধোনি ইচ্ছাকৃতভাবে এ কাজ করেননি।’
৪২ বছর বয়সী সৌরভ একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১১ হাজারের বেশি রানের মালিক। ২০০২ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক সৌরভকে সর্বকালের সেরা ষষ্ঠ ব্যাটসম্যান ঘোষণা করে।